নিজস্ব প্রতিবেদন: উড়ে গেল স্কুলবাড়ির চাল, বিচ্ছিন্ন হল বিদ্যুৎ পরিষেবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার গভীর রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে ডুয়ার্সের (dooars) বিন্নাগুড়ি (binnaguri) পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হল প্রায় ৩০টি বাড়ি ও দোকান।


ঝড়ে কিছু বাড়ি ও দোকানের চাল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে, এসএম কলোনি এলাকার নালন্দা প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের চাল সম্পূর্ণ ভাবে উড়ে গিয়ে পাশের বাড়ির চাল ও বিদ্যুতের তারের উপর পড়ে। সেই কারণে সকাল থেকে চাঁদনী মার্কেট এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন (electricity) রয়েছে। তবে এদিনের ঝড়ে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালিত হবে যথারীতি, তবে ভক্তদের জন্য বন্ধই বেলুড় মঠের দরজা


বুধবার সকালেই বিন্নাগুড়ি পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য ক্ষতিগ্রস্ত স্কুলঘর ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। বিন্নাগুড়ি পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) দীপক শ্যাম জানান, তাঁর পঞ্চায়েত এলাকায় চারটি চা-বাগানের একটি স্কুল-সহ ৩০টির মতো বাড়ি নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিষয়টি ব্লক অফিসে জানিয়েছি।


আরও পড়ুন: বর্ষবরণের দিনই আনন্দ বদলে গেল বিষাদে! ডুয়ার্সে গাড়ি দুর্ঘটনায় জখম চিতাবাঘ ও সওয়ারিরা