নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই ফের একবার ঝড়-বৃষ্টির ভ্রুকুটি। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বিশেষত কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪পরগানা জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষ থেকেই অস্বস্তিকর গরম পড়তে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  কংগ্রেস তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চোপড়া, গুলিতে জখম দুই


চৈত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের একবার দুর্যোগের ইঙ্গিত দক্ষিণবঙ্গের আকাশে। আবহাওয়া সংস্থা সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের সমতল ভূমিতে ঢুকে পড়েছে প্রচুর আর্দ্র বাতাস, যার সঙ্গে পশ্চিমি বায়ুর সংঘর্ষে  দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হতে পারে বজ্রগর্ভ মেঘ। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিন জেলা নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভবনা তুলনামূলক বেশি। 


পূর্বাভাস অনুসারে চলতি সপ্তাহ জুড়ে ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ফলে সপ্তাহের শেষে রাঢ় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আপেক্ষিক আর্দ্রতার কারণে কলকাতা ও শহরতলিতেও পড়তে পারে অস্বস্তিকর গরম।