নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে দাঁড় করানোর প্রার্থী পাচ্ছে না। সোমবার এহেন অভিযোগ করলেন সদ্য 'দিদি'র দল ছেড়ে দিদির দলে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁর দাবি, যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল। রাজীবকে পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর কথায়,'ভোটগণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় দু'বছর ঘুমোতে পারবেন না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন,'এক এক সময় মনে হচ্ছে এমন অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা হয়তো যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি, প্রার্থী হবেন বলে ইস্তফা দিয়েছেন এক পুলিস সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হতে পারেন। কোনও এক পুলিস অফিসার প্রার্থী হবেন।' 


রাজীবের মন্তব্যে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রতিক্রিয়া,'পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় আগামী দু'বছর ঘুমোতে পারবে না। বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই সব হবে। রাজীবের চিন্তা করার কিছু নেই। গণনার পর ওঁর মাথায় ঘোল ঢালা হবে। অমিত শাহের কাছে মাথানত করেছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন এখন। দেখতে সুন্দর হলে কিন্তু দুষ্কর্ম করেন।'


আরও পড়ুন- ভোটের আগে ক্লাবগুলির হাতে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকার অনুদান দিলেন Mamata