নিজস্ব প্রতিবেদন: শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রবিবার কলকাতায় এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। সোমবার তাঁর ওই বৈঠকে যোগ দেওয়ার কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সীমা লঙ্ঘন করে ভারতের আকাশে দেখা গেল পাক হেলিকপ্টার


এদিন সকাল এগারোটায় নবান্নের সভাঘরে বসবে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। কী আলোচনা হবে ওই বৈঠকে? নবান্ন সূত্র জানা যাচ্ছে প্রশাসনিক ও পরিকাঠামো গঠন সহ একগুচ্ছ বিষয়ে কথা হবে ওই বৈঠকে। পুলিসের আধুনিকীকরণ, ফ্রেট করিডোর গঠন, মাওবাদী সমস্যা, রাজ্যগুলির পারস্পরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন সমস্যা মেটাতেও ওই বৈঠকে আলোচনা করবেন রাজনাথ।


আরও পড়ুন-ভোটের মুখে রাজ্যে পৃথক গো মন্ত্রক খুলেছে শিবরাজ সিং সরকার


প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে ও বিভিন্ন সমস্যা মেটাতে গড়ে তোলা হয়েছে পৃথক একটি কাউন্সিল। ওই কাউন্সিলে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা। বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন মুখ্যসচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।