নিজস্ব প্রতিবেদন: বান্ধবীর বিয়েতে এসে গণধর্ষণের শিকার বছর ১৫-র নাবালিকা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার এক গ্রামে। ঘটনায় বান্ধবীর জামাইবাবুকে গ্রেফতার করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিস। এ দিন আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে প্রথমে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। তারপর তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পরিবার সূত্রে খবর, হেমতাবাদ থেকে বান্ধবীর বিয়ের নিমন্ত্রণে রায়গঞ্জ গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বান্ধবীর পরিবারের সদস্যরাই ধর্ষণের ঘটনায় যুক্ত। 


আরও পড়ুন: 'কোনও Ragging হয়নি, মৃত্যু অপ্রত্যাশিত', ঋষিকের পরিবারের অভিযোগ খারিজ জেভিয়ার্স কর্তৃপক্ষের


শুক্রবার ৬ জনের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। এদিন বান্ধবীর জামাইবাবু মর্তুজ আলিকে গ্রেফতার করেছে পুলিস। যদিও অভিযোগ অস্বীকার করেছে মর্তুজ। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস।