Olive ridley sea turtle: রূপনারায়ণের তীর থেকে উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ! হইচই বাগনানে
Olive ridley sea turtle: ৫০ কেজির মৃত বিরল প্রজাতি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার বাগনানে৷ খবর জানাজানি হতেই এতো বড়ো একটি কচ্ছপ দেখতে মানুষের বেশ ভীড় দেখা যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগনান ১ নং ব্লকের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় ৪৫ থেকে ৫০ কেজির একটি বিরল সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। খবর জানাজানি হতেই এতো বড়ো একটি কচ্ছপ দেখতে মানুষের বেশ ভীড় দেখা যায়। তারপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিককে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক সহ সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই সামুদ্রিক কচ্ছপের দেহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন কচ্ছপটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কচ্ছপটির মৃত্যু হয়েছে।কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে জান ঘটনা স্তলে কচ্ছপ টির দেহ উদ্ধার করে তারা নিয়ে যান ময়না তদন্তের জন্য।
আরও পড়ুন- পাঁজর ভেঙে বের করা হয় হৃত্পিণ্ড, গুঁড়িয়ে দেওয়া হয় খুলির ১৫ হাড়! সাংবাদিকের ময়নাতদন্তে হাড়হিম তথ্য
বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না। এরা মূলত গভীর সমুদ্রেই থাকে বিরল প্রজাতির এই অলিভ রিটলে কচ্ছপ৷ অলিভ রিডলি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে, এটি কলম্বিয়ার দক্ষিণে মেক্সিকো সৈকত পছন্দ করে। অলিভ রিডলি মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় সমুদ্র সৈকতে বাসা বাঁধে না, তবে খাদ্যের অভিবাসনের সময় দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের জল এবং কখনও কখনও উত্তরে ওরেগন উপকূলে ব্যবহার করে। অলিভ রিডলে কেম্পের রিডলির বিপরীতে একটি খোলা সমুদ্রের বাসিন্দা বলে মনে হয়, যা প্রাথমিকভাবে উপকূলীয় জলের কাছাকাছি অগভীর বসবাস করে। তবে মাঝে মাঝে এরা পথ ভুলে এই রূপনারায়ণ নদীতে চলে আসে। এরা সাধারণত নোনা জলের কচ্ছপ তাই মিষ্টি জলে এসে এদের শারীরিক সমস্যা ঘটতে পারে, সেই কারণেই মৃত্যু হওয়ার সম্ভবনা বলে জানাচ্ছেন বন্যপ্রাণ সংরক্ষণকারী কর্মীরা৷
আরও পড়ুন- গ্রেফতার প্রশান্ত কিশোর! 'আমরণ' অনশন মঞ্চ থেকে হাসপাতালে জোর করে নিয়ে গেল পুলিস...
তাঁরা আরও জানান, কয়েক মাস আগে এই এলাকাতেই প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে, বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিয়েছিলেন বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্র প্রামানিক। কিন্তু সেই একই এলাকায় এটি পাওয়া গেল কিন্তু মৃত অবস্থায়৷ এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারন ময়না তদন্তের পরই জানা যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)