প্রসেনজিৎ মালাকার: আজ রটন্তী কালীপুজো উপলক্ষে তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মা তারার আশীর্বাদ নিতে হাজির হয়েছেন। ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরের গর্ভগৃহের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিনের মতো আজও মা তারাকে দুপুরে বিশেষ ভোগ নিবেদন করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্ধ্যায় মাকে রাজরাজেশ্বরী বেশে সুসজ্জিত করা হয় এবং এরপর হয় বিশেষ সন্ধ্যারতি। তবে আজকের দিনটি বিশেষ। কারণ নিশি রাতে অমাবস্যার মহাপুজো অনুষ্ঠিত হয়, যা ‘তারা অঙ্গে কালীপুজো’ নামে পরিচিত। এই পুজো গভীর রাতে অনুষ্ঠিত হয় এবং এটি ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।


রটন্তী কালীপুজোর দিনে মায়ের তিনবার আরতি করা হয়—ভোরবেলা মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যারতি, এবং নিশি রাতে কালীপুজোর বিশেষ আরতি। এই বিশেষ পুজোর দিনে মায়ের জন্য বিশেষ ভোগ নিবেদন করা হয়। যাতে থাকে খিচুড়ি, বলির পাঁঠার মাংস, পায়েস, পাঁচ রকম ভাজা, এবং বিভিন্ন মিষ্টি।


তারাপীঠ মন্দির চত্বরে এই বিশেষ দিনে ভক্তদের ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও ভক্তরা মা তারার দর্শন ও আশীর্বাদ পেয়ে নিজেদের ধন্য মনে করছেন।


আরও পড়ুন, Partha Chatterjee: সরকারি SSKM-এর চিকিৎসায় ভরসা নেই! আদালতে 'বিস্ফোরক' দাবি পার্থর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)