ওয়েব ডেস্ক: রথের মেজাজে রাজ্য। মায়াপুর থেকে মাহেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উত্সবে উন্মাদনার ছবিটা একইরকম। সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে রথযাত্রার প্রস্তুতি। কলকাতায় রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই। রথ বেরোয় বাগবাজারের বলরাম মন্দির থেকে। ঐতিহ্যবাহী কলকাতা ইস্কনের রথেও আজ বহু মানুষের সমাগম হয়েছে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে তেলে ভাজার দোকান। এছাড়াও প্রসিদ্ধ রথ উত্‍সবের মধ্যে রয়েছে শ্রীরামপুর ও মহিষাদলের রথ। ঐতিহ্য, রীতি-নীতি, আবেগ, শ্রদ্ধা সব মিলেমিশে একাকার।


মাটির তলায় চারতলা স্টেশন, একসঙ্গে তিন-তিনটে রুটের মেট্রো