নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Scheme) শুরু নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে এই প্রকল্প। পরীক্ষামূলক ভাবে চালু হলেও এই দুয়ারে রেশন স্কিম এখনও রাজ্যের সর্বত্র চালু করা যায়নি। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসেই চালু হয়ে যাবে এই প্রকল্প। ৩ কোটি পরিবারের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কোন পদ্ধতিতে তা হবে ঠিক করতে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন দেবে না রাজ্য! মনে করা হচ্ছে এই পন্থায় যারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করেন তা চিহ্নিত করা যাবে। পাশাপাশি, কত মানুষ রেশন তোলে তাও জানা যাবে।


কীভাবে রেশন কার্ড-র সঙ্গে আধারের লিঙ্ক করবেন, তা জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।


১) রেশন দোকানে সরাসরি গিয়ে।
২) ১১ ফর্ম নম্বর ভরে, তা এরিয়া ইন্সপেক্টর এর কাছে জমা দিতে হবে।
৩) food.wb.gov.in এই পোর্টালে গিয়ে (অনলাইন/অফলাইন) পোর্টালে নিজেই করা যাবে।
৪) বাংলা সহায়তা কেন্দ্রে (৩৫০০ টি রয়েছে রাজ্যে) আধার কার্ড নিয়ে গেলে লিঙ্ক করা যাবে।
৫) হোয়াটসঅ্যাপ চ্যাট বুটেও আধার লিঙ্ক করা যাবে ৯৯০৩০৫৫৫০৫ এই নম্বরে।
৬) এছাড়াও নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। জুন মাসের শেষের দিকে বাড়ি বাড়ি গিয়েও লিঙ্কে কাজ করা হবে।


মোবাইল অ্যাপ এর মাধ্যমে যে সুযোগ পাওয়া যাবে 


১) ই-রেশন কার্ড হবে। আধার ও মোবাইল লিঙ্ক করাতে হবে।
২) উপভোক্তার কার্ড যে কোনও জেলার হোক না কেন, কিন্তু অন্য যেকোনো জেলা থেকেই রেশন তুলতে পারবেন।
৩) নিজের রেশন নিজেই তুলতে পারবেন। অন্য কেউ তুলে নিতে পারবে না। 
৪) ই-বিল এর সুবিধা হবে। মোবাইলেই সমস্ত বিল পাওয়া যাবে।
৫) অনলাইন পরিবারে সবার নাম অ্যাড করা যাবে।
৬) এমনকি ঠিকানা পরিবর্তনও করা যাবে মোবাইলের মাধ্যমে।