নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের গম বিক্রি করে দেওয়া হচ্ছে খোলাবাজারে, ধরা পড়ল গম কলের মালিক। হাওড়ার কোনা তেঁতুলতলায় ৫০ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই এলাকাতেই একটি গম ভাঙানোর দোকান থেকে পাচার হচ্ছিল ১০ বস্তা গম। পাচারের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বস্তাগুলি ভাল করে পরীক্ষা করে দেখা যায় এই গম কেন্দ্রীয় সরকারের ভারত মিশনের চশমা মার্কা গম। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "লকডাউন চলাকালীন দীর্ঘদিন ধরে এলাকায় গম ও আটার জন্য মানুষ বসে রয়েছে কিন্তু গম বা আটা পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে সরকারের দেওয়া সেই গমের বস্তা পাচার করে দেওয়া হচ্ছে।"


এ দিন গম ভাঙার দোকান থেকে আরও ১০ বস্তা গম উদ্ধার করে স্থানীয় মানুষ। জানা গিয়েছে, এগুলোও পাচারের পরিকল্পনা ছিল। শুধু দোকান নয়। ধৃত ওই দোকানির  গোডাউন থেকেও প্রচুর পরিমাণে গমের বস্তা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিস। তাঁরা বিষয়টি খতিয়েট দেখছে।