রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে
রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের নলবোনার ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের দোকানে ভাঙচুর চালাল গ্রামবাসীরা। ডিলারের বাড়ি ও গাড়িও ভাঙচুর করা হয়। পুলিস ঘটনার তদন্ত করছে।
ওয়েব ডেস্ক : রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের নলবোনার ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের দোকানে ভাঙচুর চালাল গ্রামবাসীরা। ডিলারের বাড়ি ও গাড়িও ভাঙচুর করা হয়। পুলিস ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন- দুর্গাপুরে স্ত্রীকে খুনের ঘটনায় নয়া মোড়
অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা অছিলায় রেশনের জিনিস গ্রাহকদের কম দিচ্ছিলেন ওই ডিলার। বার বার বলা সত্ত্বেও কোনও কাজ হচ্ছিল। পাচার করা হচ্ছিল বরাদ্দকৃত জিনিস। খবর পেয়ে ওত পেতে ছিলেন গ্রামবাসীরা। ফলে, পাচারের আগেই উদ্ধার করা হয় দেড়শ বস্তা চাল, গম ও চিনি। অভিযোগ, ডিলারের বাড়িতে গোবর সারের মধ্যে লুকনো ছিল বস্তাগুলি। পাচারের জন্য আনা হয়ে গিয়েছিল একটি গাড়িও।