নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ডাক্তারের ফাঁদে পড়ে চোখ হারালেন এক প্রতিবন্ধী ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সেপ্টেম্বরে ডান চোখে সমস্যা হচ্ছিল আরেফুল মল্লিকের। চোখ দেখাতে দাসপুরের আই ক্লিনিকের ডাক্তার অক্ষয় দাসের কাছে যান আরেফুল। চোখ দেখে ওষুধ দেন অক্ষয় দাস। অভিযোগ, সমস্যা মেটা তো দূরের কথা, উল্টে সমস্যা আরও বেড়ে যায়। ওই ডাক্তারকে গিয়ে সবকিছু জানান আরেফুল। তখন কলকাতার একটি বেসরকারি চক্ষু হাসপাতালের ঠিকানা লিখে দেন অক্ষয় দাস। সেখানে না গিয়ে কলকাতা মেডিক্যালে যান  আরেফুল মল্লিক। সেখানকার চিকিত্সকেরা জানিয়ে দেন আরেফুলের চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দুমাস চিকিত্সার পরেও ডান চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাননি আরেফুল। চোখ হারিয়ে সমস্যায় আরেফুলের পরিবার।  


আরেফুল মল্লিকের পরিবারের এখন দাবি, শাস্তি হোক অভিযুক্ত চিকিত্সক অক্ষয় দাসের। রোগী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।