নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা। শ্মশানের পাশেই ত্রিপল খাঁটিয়ে দু’বছরের শিশুকে নিয়ে দিন কাটাচ্ছে এক দম্পতি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ খালিনা গ্রামে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খালিনা গ্রামের বাসিন্দা অলকা সিংয়ের বিয়ে হয় রাজস্থানে। লকডাউনের আগে তিনি শ্বশুরবাড়িতে যান। এরমধ্যে ফের ফির আসলে তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁরা ছোট্ট শিশুকে নিয়ে রাত কাটাচ্ছেন ত্রিপল খাঁটিয়ে শ্মশানের কাছে । ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: শেষ যাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, শ্রদ্ধা জানাতে শত মানুষের ভিড়
স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন, “অভিযোগ একটা এসেছে, খতিয়ে দেখা হচ্ছে। তবে করোনার জন্য মানুষ ভয় পেয়ে রয়েছে।”