পার্থ চৌধুরী- প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে সহায়ক মূল্যে ধান কেনার অভিযোগে বিক্ষোভ আউশগ্রামের বিল্বগ্রামে। তালা লাগিয়ে দেওয়া হল সমবায় সমিতির অফিসে। সমিতির ম্যানেজার, সম্পাদক ও দুই কর্মীকে আটকে রাখা হল। চাষিরা জানিয়েছেন, সবার ধান না কিনলে বিক্ষোভ চলবে। প্রয়োজনে কালও অবরোধ করবেন তাঁরা। এমনই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ব বর্ধমানের নানা এলাকায় সরকারি সহায়কমূল্যে ধান কেনা চলছে। বিল্বগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নথিভুক্ত রয়েছেন ৩৫২ জন চাষি। তাঁদের মধ্যে মাত্র কুড়ি জনের ধান কেনা হবে। এমন ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ চাষিরা। তাঁদের অভিযোগ, কৃষকদের ধান কেনা নিয়ে নানা অনিয়ম করছে সমবায় সমিতি। কৃষকরা ধান বিক্রি করতে এসে বারবার ফিরে যাচ্ছেন। এদিন সমবায় সমিতির দপ্তরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষীরা। সমবায় সমিতির আধিকারিকদের  দীর্ঘক্ষণ তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 


আরও পড়ুন-  ক্যানিং-এ বোমাবাজির ২৪ ঘণ্টা পার, আজও থমথমে এলাকা, আতঙ্কে বাসিন্দারা


পূর্ব বর্ধমানের আউসগ্রাম এক ব্লকের বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েতে এদিন সকাল থেকেই উত্তেজনা। বিল্লগ্রাম এস কে ইউ এস সমবায় সমিতিতে আজ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক। সমিতিতে আসা কৃষকদের জানানো হয়, মাত্র কুড়ি জন কৃষকের ধান নেওয়া হবে। কোন কুড়ি জন কৃষকের ধান কেনা হবে তার তালিকা না থাকায় অনিয়ম ও দুর্নীতির গন্ধ পান কৃষকরা। তার পরই সমবায় সমিতির ম্যানেজার পলাশ ভট্টাচার্ষকে ঘরে বন্ধ করে তালা দিয়ে দেয় দেন কৃষকরা। এলাকায় উত্তেজনা রয়েছে এখনও। এলাকার বাসিন্দা তরুণ ঘোষ জানান, ভোটের দিন-ক্ষণ ঘোষণা হয়ে গেলে ধান কেনা নিয়ে সমস্যা আরও বাড়বে। তাই এই সমস্যার সমাধান এখনই করতে হবে। কালও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চাষিরা।