নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় রাজ্যসভার সাংসদ ঋতব্রতর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল বালুরঘাট জেলা দায়রা আদালত। পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন ঋতব্রত। তবে তিন সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক সুদেব মিত্র। আদালতের নির্দেশ, তদন্তে সিআইডি-কে সাহায্য করতে হবে। পাশাপাশি  প্রভাব খাটাতে পারবেন না রাজ্যসভার সাংসদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন নম্রতা দত্ত নামে এক তরুণী। বালুরঘাট থানায় অবশ্য ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন নম্রতা। ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে সিআইডি ও দিল্লি পুলিস। এখনও পর্যন্ত সিআইডি-র জেরা এড়িয়ে গিয়েছেন সিপিএমের বহিষ্কৃত নেতা। 


প্রকাশ্যে না এলেও টুইটারে নম্রতার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোটা টাকা হাতাতে চাইছেন নম্রতা। 


আরও পড়ুন, নেতা নয়, এবার দলের বিরুদ্ধেই জিহাদ ঋতব্রত'র