দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় ডাকাতির ছক বানচাল করল স্থানীয়রা, ধৃত ৩
স্থানীয়রা জানান, একটি বাইকে চেপে ৩ জন পালাতে গিয়ে পড়ে যায়। গ্রামবাসীরা তাদের ঘিরে ধরেন। আত্মরক্ষায় এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতি। স্থানীয়দের সন্দেহেই বানচাল হল সেই ছক। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার মনির তট এলাকায়। সোমবার রাতেই স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতীরা। সাবির আলী মোল্লা, ছাপু মোল্লা ও রাকেশ সর্দার নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এলাকায় জড়ো হয়। স্থানীয়রা বুঝতে পেরে ধাওয়া করে। পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানান, একটি বাইকে চেপে ৩ জন পালাতে গিয়ে পড়ে যায়। গ্রামবাসীরা তাদের ঘিরে ধরেন। আত্মরক্ষায় এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: সালিশিসভায় ডেকে বেধড়ক মার মা-মেয়েকে, বাঁচাতে গিয়ে মার খেলেন কলেজ ছাত্রীও
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গ্রেফতার করা হয়েছে ওই তিন দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান এই চক্রে আরও অনেকেই যুক্ত রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।