নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছিলেন বোন। এমনকী, রাত কাটিয়েছে একই বিছানায়! শেষপর্যন্ত প্রতিবেশীদের তৎপরতায় দেহ উদ্ধার করল পুলিস। রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া পূর্ব বর্ধমানের মেমারিতে (Memari in East Burdwan)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুপ্তিকণা কোলে। বাড়ি, মেমারি কৃষ্ণবাজার কলেজ মোড় এলাকায়। ভগ্নপ্রায় একটি দোতলা বাড়িতে বোন মুক্তিকনার সঙ্গে থাকতেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, বিশেষ প্রয়োজন ছাড়া দু'জনের কেউ-ই বাইরে বেরোতেন না। পাড়ার কারও সঙ্গে সদ্ভাব ছিল না। এমনকী, বাড়িতে বিদ্যুৎ ও জলের ব্যবস্থাও ছিল না। রাতে মোমবাতি জ্বলত!


আরও পড়ুন: Gangarampur Fire: অসাবধানতার মাশুল! অগ্নিদগ্ধ হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, ভষ্মীভূত ৩ বাড়ি


তাহলে প্রতিবেশীরা টের পেলেন কী করে? মাঝমধ্য়ে জল ও খাবার নেওয়ার জন্য বাড়ির নিচে নামতেন মুক্তিকণা। কিন্তু গত কয়েক দিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না। এদিন সকাল থেকে আবার এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করে। সন্দেহ হওয়ায় থানায় খবর দেন প্রতিবেশীরা। এরপর ওই বাড়ি থেকে সুপ্তিকণা কোলের পচাগলা দেহ উদ্ধার করে পুলিস। মৃতের বোনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আরও পড়ুন: Suicide: দুদিন পরই বিয়ে, গায়ে হলুদের আগেই আত্মঘাতী যুবতী, কেন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)