নিজস্ব প্রতিবেদন: বিএসএফ নিজেদের অধিকারমতো সীমান্ত এলাকায় নজরদারি করে। কারণ সেগুলো সংবেদনশীল জায়গা। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। নির্বাচন কমিশন এটাও দেখুক। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক সেরে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একে একে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গেও আলোচনা হবে। এডিজি আইনশৃঙ্খলার সঙ্গেও বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BJPর মিছিলে 'গোলি মারো' স্লোগান, যুব মোর্চার সুরেশ সাউ-সহ গ্রেফতার ২ দলীয় কর্মী


পাশাপাশি বিএসএফ নিজেদের অধিকারমতো সীমান্ত এলাকায় নজরদারি করে। কারণ সেগুলো সংবেদনশীল জায়গা। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। নির্বাচন কমিশন এটাও দেখুক। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের পাল্টা মন্তব্য দিলীপ ঘোষের।


এ দিন তিনি আরও বলেন, পুলিস নিরপেক্ষ নয়। পুলিস সরকারের হয়ে কাজ করে, মন্তব্য দিলীপ ঘোষের। চন্দননগরে বিজেপির মিছিলে বিতর্কিত ‘গোলি মারো’স্লোগানে বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ-সহ তিন জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার তৃণমূলের  মিছিলে একই স্লোগান উঠলেও কেউ গ্রেফতার হয়নি। এই প্রসঙ্গে সরব বিজেপির রাজ্য সভাপতি। 


অন্যদিকে লোকসভা ভোটের আগেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সীমান্তের ভোটারদের ভয় দেখাচ্ছে  বিএসএফ। বিধানসভা ভোটের আগে এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ-এর কাছে নালিশ জানাল তৃণমূল।