BJPর মিছিলে 'গোলি মারো' স্লোগান, যুব মোর্চার সুরেশ সাউ সহ গ্রেফতার ৩ দলীয় কর্মী
বিতর্কিত ওই স্লোগান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর আগে মঙ্গলবার কলকাতায় তৃণমূলের মিছিলেও একই স্লোগান ওঠে। যদিও সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস।
নিজস্ব প্রতিবেদন: চন্দননগরে বিজেপির মিছিলে গোলি মারো স্লোগানের জের। হুগলিতে বিজেপির যুব মোর্চা সভাপতি সুরেশ সাউকে গ্রেফতার করা হয়েছে। ব্যান্ডেল মন্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্ত ও বিজেপি স্বাস্থ্য সেলের কনভেনর রবীন ঘোষ ও ধৃত। বিতর্কিত ওই স্লোগান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর আগে মঙ্গলবার কলকাতায় তৃণমূলের মিছিলেও একই স্লোগান ওঠে। যদিও সেই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস।
আরও পড়ুন: বঙ্গ রাজনীতিতে 'গোলি মারো', TMC-র পর শুভেন্দুর রোড শোয়ে 'বহিরাগত' স্লোগান
গতকাল তৃণমূলের মিছিলে শোনা গিয়েছিল 'গোলি মারো' স্লোগান। পরের দিন, বুধবার 'গোলি মারো' শোনা যায় চন্দননগরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রোড শোয়ে। ঘটনার নিন্দা করে বিজেপির বিরুদ্ধে পশ্চিম ভারতীয় সংস্কৃতি এ রাজ্যে আমদানির অভিযোগ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘটনায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, এই ধরনের স্লোগান দল সমর্থন করে না। তৃণমূলের 'গোলি মারো' স্লোগানকে সমর্থন করেননি কুণাল ঘোষও।
গতবছর দিল্লিতে নাগরিক সংশোধনী আইন (CAA) নিয়ে বিক্ষোভের আবহে 'দেশকে গদ্দারো কো গোলি মারো সা**' স্লোগান দিয়েছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সেনিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। কলকাতায় ওই স্লোগান দেওয়ায় গ্রেফতার হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আর সেই স্লোগানই ফিরল একুশের ভোটের ঠিক আগে। মঙ্গলবার তৃণমূলের স্লোগানে শোনা গিয়েছিল,'বঙ্গাল কা গদ্দারো কো গোলি মারো সা**।' তারপর এ দিন চন্দননগরে শুভেন্দুর রোড শোয়ে (Suvendu Adhikari) বিজেপির যুব নেতা স্লোগান দিলেন,'হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়েগা, তৃণমূলকে গদ্দারোকো গোলি মারো সা**।