আলোচনা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রোশন গিরির, সমীকরণ বদলের ইঙ্গিত?
`আমি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে চিঠি দিয়েছি ।`
মৌপিয়া নন্দী: ভোটের মুখে সুর নরম গুরুংপন্থীদের? মুখ্যমন্ত্রীকে লেখা রোশন গিরির চিঠি উসকে দিচ্ছে এমন জল্পনা।
অজ্ঞাতবাস থেকে রোশনের বিবৃতি, এবার দার্জিলিং সফরে গিয়ে পাহাড়, ডুয়ার্স, তরাই নিয়ে পৃথক প্রশাসনিক ইউনিট গঠনের যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।
রোশন লিখেছেন, "আমি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে চিঠি দিয়েছি । এই উদ্যোগ পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। এ বিষয়ে যে কোনও আলোচনায় আগ্রহপ্রকাশ করেছি মুখ্যমন্ত্রীর কাছে।
হঠাত্ই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে যে কোনও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রোশন গিরি! রাজনৈতিক মহলের মতে এঘটনা নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ। লোকসভা ভোটের মুখে তাহলে কি বদলাতে চলেছে গুরুংপন্থীদের রাজনৈতিক অবস্থান? রাজ্য রাজনীতির অলিন্দে এখন ঘোরাফেরা করতে শুরু করেছে সেই প্রশ্ন।
প্রেস বিজ্ঞপ্তির নীচে হস্তাক্ষর রোশন গিরির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তিনিই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই চিঠির নেপথ্যে কি বিমল গুরুংয়ের মস্তিষ্ক? নাকি দীর্ঘদিনের সঙ্গী গুরুংকে আরও একাকী করে তৃণমূলের কাছে সন্ধির বার্তা দিচ্ছেন রোশন নিজেই?