সুন্দরবনে ফের মিলল রয়্যাল বেঙ্গলের দেখা
কলকাতা থেকে ১৫ জন পযটক রওনা দিয়েছিল সুন্দরবনের উদ্দেশে।
নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। চোরাগাজি জঙ্গলে নদী পেরোচ্ছিল একটি বাঘ।
দেখুন সেই দৃশ্য
কলকাতা থেকে ১৫ জন পযটক রওনা দিয়েছিল সুন্দরবনের উদ্দেশে। লঞ্চে যাওয়ার সময়ে তাঁরা দক্ষিণায়নকে দেখতে পায়। গদখালি ঘাট থেকে শুভ্র সুন্দর ট্রাভেলসের মালিক রমেন মন্ডল এই ১৫ জন পর্যটককে নিয়ে সুন্দরবন যান। এই জঙ্গলের কাছে বাঘটি সাঁতার কেটে নদী পারাপার করল। এই দৃশ্য মোবাইলবন্দি করেন পর্যটকরা।
সুন্দরবনে মহারাজের দেখা পেয়ে আপ্লুত পর্যটকরা। বাঘের দেখা পেতে হাপিত্যেস করে লঞ্চের মাথার উপর বসে থাকেন অনেকে। কিন্তু এই পর্যটকরা সৌভাগ্যবান। সুন্দরবনের গভীর জঙ্গলে মহারাজের এমন দর্শন পেয়ে খুশি। অনেকেই নির্বাক দৃষ্টিতে মহারাজকে দেখেছেন। আবার কেউ কেউ ক্যামেরাবন্দী করেছেন মহারাজের ছবি।
ট্রাভেলসের মালিক রমেন মন্ডল বলেন, “আশা করছি বাঘ দেখার জন্য ব্যবসা গত বারের থেকে আরও অনেক ভালো হবে এবছর।”