নিজস্ব প্রতিবেদন: আইনরক্ষাই যাঁর কাজ তিনিই স্ত্রীকে লুকিয়ে ১৪ বছর ধরে অন্য মহিলার সঙ্গে রয়েছেন। এবার ধরা পড়লেন হাতেনাতে। তুলকালাম চুঁচুড়ার সিংহীবাগান। অভিযুক্ত পুলিসকর্মী আরপিএফের রাঁধুনি। নামে মনোতোষ দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, এক মহিলা ও দুই সন্তানকে নিয়ে চুঁচুড়ার সিংহীবাগানে থাকতেন মনোতোষ। আজ সকালে সেখানে নদিয়ার শিমুরালি থেকে এসে হাজির হন এক মহিলা ও তাঁর পুত্র-কন্য়া। ওই মহিলার দাবি, ১৯৯৩ সালে তাঁর সঙ্গে মনতোষের বিয়ে হয়। কিন্তু বাড়ি যান না। মাঝে মধ্যে বাড়ি গেলেও চাকরি দেওয়ার নামে করে এলাকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলেছেন।


নদিয়ার ওই মহিলা সংবাদমাধ্যমে বলেন, এক মহিলার সঙ্গে ও দীর্ঘদিন ধরে এখানে থাকে। মাইনের টাকা দেয় না। বাড়ির সম্পত্তির ভাগও দেয় না। ২০১৯ সাল থেকে মাসে ১০ হাজার টাকা দিচ্ছে। বাড়ি তো যায়ই না। ফোনেও যোগযোগ করে না। আমাদের প্রতি কোনও কর্তব্য করে না। 



আজ মনোতোষ বাইরে বেরিয়েছিলেন। তখনই এসে তাকে ধরেন নদিয়ার ওই মহিলা। পাড়ার লোকজনরে সামনে তাকে ধরে টানাহেঁচড়া করেন ওই মহিলা। চিত্কার করে লোকজন জোগাড় করে ফেলেন। এনিয়ে তুমুল হইচই হয় এলাকায়।


আরও পড়ুন-Midnapur: গরুর সঙ্গে ষাঁড়ের লড়াই থামাতে গিয়েছিলেন কৃষক, ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)