ওয়েব ডেস্ক: রাজ্যে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এই সম্ভাবনার কথা মাথায় রেখে বিদ্যুত্ ক্ষেত্রে সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইন্ডিয়া পাওয়ার। হলদিয়ায় ৪৫০ মেগাওয়াটের বিদ্যুত প্লান্টের কাজ প্রায় শেষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা দেশে শিল্পে বিদ্যুতের চাহিদা তেমন বাড়েনি। ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বেড়েছে মাত্র ৪ শতাংশ। এমন পরিস্থিতিতে উল্টো ছবি পশ্চিমবঙ্গে। এরাজ্যে বিদ্যুতের চাহিদায় প্রতিযোগিতার বাজার তৈরি হওয়ার সম্ভাবনা দেখছে ইন্ডিয়া পাওয়ার। আসানসোল, রানিগঞ্জের পর হলদিয়াতেও বিদ্যুত্‍ উত‍পাদন কেন্দ্র গড়ছে হেমন্ত কানোরিয়ার সংস্থা। অগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ। সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছে ৪৫০ মেগাওয়াটের বিদ্যুত্‍ উত্‍পাদন কেন্দ্র।


রাজ্যে বাজার ধরতে, আরও সস্তায় বিদ্যুত্‍ দেওয়ার পক্ষপাতী হেমন্ত কানোরিয়া। তাঁর মতে, টেলিকম সেক্টরের মতো খোলা বাজার বা ওপেন অ্যাকসেস যদি পাওয়ার সেক্টরেও হয়, তাহলে বিদ্যুতের দাম অনেকটাই নামিয়ে আনা সম্ভব।


প্রতিযোগিতার বাজারে যে রাজ্য সস্তায় বিদ্যুত্‍ দিতে পারবে, সেখানেই বেশি শিল্প আসবে। এমনটাই মনে করেন ইন্ডিয়া পাওয়ারের কর্ণধার। তাই প্রতিযোগিতা এড়িয়ে নয়, প্রতিযোগিতার মধ্যে লড়েই বাংলায় ব্যবসা নিয়ে আশাবাদী তাঁরা। (আরও পড়ুন- প্রশাসনিক বৈঠক থেকে দলকে কড়া বার্তা মমতার)