বিধান সরকার: নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষ কে ইডি তলব প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘তলব করেছে যাবে। ওরা তো তলব করেই যাচ্ছে কি রেজাল্ট হচ্ছে আমরা জানি না। ইডি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রীর চোট নিয়ে বিজেপি কটাক্ষ প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রীর জীবন যেতে পারত যেরকম দুর্ঘটনা হয়েছে। হেলিকপ্টারের সিঁড়ি ছোট ছিল ঠিকমতো নামতে না পেরে ওর পায়ে এবং কোমরে  লেগেছে। এই নিয়ে সবার উদ্বিগ্ন হওয়া উচিত। বিজেপি কতটা নেমেছে বোঝা যায় যে ওর চোট নিয়ে কটাক্ষ করছে। ওদের তো মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বার্তা দেওয়া উচিত’।


উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান প্রসঙ্গে বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদ বুঝবে এই ধরনের স্লোগান দেওয়া উচিত কিনা। তবে রাজ্যপালের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আছে। উনি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্য সরকারকে জিজ্ঞাসা না করে তাতে বিভ্রান্তি হচ্ছে এবং শিক্ষা ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। সুতরাং রাজ্যপাল এটা বুঝুক যে এই নিয়ে মানুষের যথেষ্ট ক্ষোভ আছে’।


আরও পড়ুন: Panchayat Election 2023: বাম-তৃণমূলের যৌথ বোর্ডে হয়েছে উন্নয়ন, এবার কে জিতবে খেপুত পঞ্চায়েত?


তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে কাগজে-কলমে বললে হবে না। শাক সবজি সব জিনিসের দামি বাড়ছে বিজেপি কিছুই করতে পারছে না।


তৃণমূল সাংসদ বুধবার পান্ডুয়ায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। তারপর জনসংযোগ করেন। সৌগত রায় বলেন, ‘আমরা দলীয় কর্মীদের বলেছি শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। নিরপেক্ষ ভোট হবে। পান্ডুয়াতে গ্রাম সভার আসনেই আমরা জিতব। এবং অবশ্যই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জিতব। কর্মীদের বলছি মানুষের কাছে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেগুলো তুলে ধরা মানুষের আশীর্বাদ চাইতে’।


আরও পড়ুন: 'হেরে গেলে পঞ্চায়েতের কোনও সহযোগিতা ও উন্নয়ন পাবেন না, তৃণমূল প্রার্থীকে জেতাতেই হবে'


দলের টিকিট না পেয়ে অনেকে নির্দল হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পারলে লিফলেট ছাপিয়ে জানিয়ে দেওয়া আমরা ভোটে লড়ছি না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যারা দলের বিরুদ্ধে গিয়ে ভোটে লড়বেন তাদের আর দলে নেওয়া হবে না’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)