'হেরে গেলে পঞ্চায়েতের কোনও সহযোগিতা ও উন্নয়ন পাবেন না, তৃণমূল প্রার্থীকে জেতাতেই হবে'
পঞ্চায়েত আমাদের দখলে , ১৫ টা আসনের মধ্যে ৯ টি আসনে আমরা জিতে আছি । বাকি ৬ টা আসন যদি হারিয়ে দেন , তাহলে এই ৬ টি বুথে কোন রকম উন্নয়ন হবে না, এমনকি পঞ্চায়েতে এলেও কোন সহযোগিতা পাবেন না ।
প্রসেনজিৎ মালাকার : বুথে হেরে গেলে পঞ্চায়েতের কোন সহযোগিতা ও উন্নয়ন পাবেন না , তাই তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এমনই বিস্ফোরক বেফাঁস মন্তব্য করলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। এই মন্তব্য সামনে আসতেই চরম বিতর্ক তৈরি হয়েছে ।
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে , দিকে দিকে কেন্দ্র বাহিনী রুট মাচ করছেন সঙ্গে রাজ্য পুলিশ। অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করানো লক্ষ্য। কিন্তু শাসকদলের নেতাকর্মীদের মুখে হুঁশিয়ারি থামছে না । এদিন নানুর বিধানসভার অন্তর্গত পাড়ুই থানার কসবা গ্রামে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহের সমর্থনে পথসভা আয়োজন করা হয়। বৃষ্টিকে অপেক্ষা করেও চড়ে তৃণমূলের সভা । উপস্থিত ছিলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ , নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি , তৃণমূল নেতা আকাশ শেখ সহ দলীয় নেতা কর্মীরা।
দলীয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান নারায়ণ ভান্ডারী। তিনি বলেন, পঞ্চায়েত আমাদের দখলে , ১৫ টা আসনের মধ্যে ৯ টি আসনে আমরা জিতে আছি । বাকি ৬ টা আসন যদি হারিয়ে দেন , তাহলে এই ৬ টি বুথে কোন রকম উন্নয়ন হবে না, এমনকি পঞ্চায়েতে এলেও কোন সহযোগিতা পাবেন না । দরবার করল কিছু কাজ হবে না , একটা কথা মাথায় রাখুন প্রত্যেকটা বুথে যেন তৃণমূলের প্রার্থী জিতে । যদিও তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সাফাই দিয়েছেন । তবে এই নিয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন নারায়ন ভান্ডারীর ব্যক্তিগত মতামত , তবে এই সমস্ত পথেই তৃণমূলই জিতবে ।
আরও পড়ুন, CV Ananda Bose: উত্তরবঙ্গের উপাচার্যদের সঙ্গে বৈঠক রাজ্যপালের, আনন্দ বোসকে কালো পতাকা দেখাল তৃণমূল