নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাস করে সবং উপ-নির্বাচন জেতার পরিকল্পনা সফল হবে না তৃণমূলের। শনিবার সেখানে নির্বাচনী জনসভায় বিজেপি কর্মী-সমর্থকদের এভাবেই আশ্বস্ত করলেন মুকুল রায়। মুকুলের ঘোষণা, সবং উপ-নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
শনিবার প্রবল বৃষ্টি মাথায় করেই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার বিজেপি সমর্থক। সেখানে মুকুল রায় বলেন, ‘সবং উপ-নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এ ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করছি। ‌যাঁরা ভাবছেন সন্ত্রাস করে ভোটটা পার করে দেবেন তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। সন্তাস করে এবার ভোটে জেতা ‌যাবে না।’
সবং স্কুল মাঠে আয়োজিত ওই সভায় মুকুল রায় বিজেপি সমর্থদের উদ্দেশ্যে বলেন, ‘সময় বদলে গিয়েছে। এবার সবংয়ের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনও জায়গায় আপনাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপানার বুথ আগলে রাখুন। কাউকে ভয় পাবেন না।’
সবংয়ের সভা থেকে এদিন মানস ভুঁইয়াকেও কটাক্ষ করেন মুকুল। তিনি বলেন, ‘তৃণমূল এখন আর দল নেই। সেটি এখন পিসি-ভাইপোর লিমিটেড কোম্পানি। দল ‌যদি করতেই হয় তাহলে বিজেপি করুন। কোম্পানিতে তো লোক চাকরি করে। ওই কোম্পানিতে কেন চাকরি করতে ‌যাবেন?’ এদিনের সভায় ছিলেন রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন-সলমন নিজামি কংগ্রেসেরই নেতা, রাহুল গান্ধীর সঙ্গে ছবি টুইট করে দাবি বিজেপির