নিজস্ব প্রতিবেদন: সবং উপনির্বাচনে তৃণমূলের কাছে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। ৬৪ হাজার ১৯২ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মানস-জায়া গীতরানি ভুঁইঞা। তাত্পর্যপূর্ণভাবে দ্বিতীয়স্থানে সিপিএম। সাম্প্রতিক রাজনৈতিক ট্রেন্ড দেখলে, যা খানিকটা অপ্রত্যাশিত বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে বিপুল ভোট বেড়েছে বিজেপির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচবিহার লোকসভা কেন্দ্রে ও কাঁথি দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয়স্থানে উঠে এসেছিল বিজেপি। সবংয়েও ভাল ফলের প্রত্যাশা করেছিলেন বিজেপি নেতৃত্ব। বিশেষ করে মুকুল রায় বিজেপিতে যোগদানের পর সেই প্রত্যাশা বেড়ে যায়। তৃণমূলকে টক্কর দিতে না পারলেও বিপুল ভোট বেড়েছে বিজেপির। 


আরও পড়ুন- সবংয়ে সবুজ ঝড়, স্বামী মানসকে টপকে রেকর্ড ভোটে জয়ী স্ত্রী গীতা


২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সবংয়ে বিজেপি পেয়েছিল ৫,৬১০টি ভোট। ২০১১ সালে মাত্র ২,৫০৭টি। সেই বিজেপির এবার প্রাপ্ত ভোট ৩৭  হাজার ৭৪৬। ভোট বেড়েছে প্রায় ৩২ হাজার। 


অন্যদিকে 'ভাঙা সংগঠন' নিয়েও নিজেদের শক্তির জানান দিল সিপিএম। সিপিএমের রীতা জানা মণ্ডল পেয়েছেন ৪১ হাজার ৯৮৭টি ভোট। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএমের জোটপ্রার্থী মানস ভুঁইঞার ঝুলিতে গিয়েছিল ১,২৭,৯৮৭ ভোট। নিজেদের গড় সবংয়েই পিছিয়ে পড়ল কংগ্রেস। মাত্র ১৮ হাজার ভোট পেয়ে তারা চতুর্থস্থানে। রাজনৈতিক মহলের মতে, রাজ্য রাজনীতির বর্তমান ধারা মেনেই বিজেপির ভোটবৃদ্ধি হয়েছে। সিপিএমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। আগামিদিনে যা সিপিএম-কংগ্রেসের কাছে অশনিসংকেত।