সোমা মাইতি: শুরু হল সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। সাত সকালেই বুথে বুথে লাইনে ভোটাররা। দুশো ছেচল্লিশ বুথের সব কটিই স্পর্শকাতর। মোতায়েন তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে বাইশটি কুইক রেসপন্স টিম। সাগরদিঘির ২১০, ২১১ নম্বর বুথে উত্তেজনা। বারালা এলাকায় কংগ্রেস প্রার্থীর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোহ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Weather Today: বিদায়বেলায় শীত, বসন্তে বঙ্গে বাড়ছে উত্তাপ


সাত সকালেই সাগরদিঘির উপনির্বাচনে উত্তেজনা। এজেন্টদের অনুপস্থিতিতেই ডাঙরাইলের ৫৩ নম্বর বুথে মকপোলের অভিযোগ। নতুন করে মক পোল। প্রিসাইডিং অফিসার বদলে প্রায় পঞ্চাশ মিনিট পর শুরু ভোটগ্রহণ। এদিকে ভোটের দিন সাত সকালে মুখোমুখি কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, বিজেপি প্রার্থী দিলীপ সাহা। সাগরদিঘিতে 
এদিন সকালে সাগরদিঘী সমসাবাদ হাই স্কুলে ভোট দেন তৃনমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ও। সাগরদিঘী সমসাবাদ হাই স্কুলের মুখোমুখি কংগ্রেস ও বিজেপি প্রার্থী।


'ভোট হচ্ছে শান্তিপূর্ণ' ভোট দিয়ে বেড়িয়ে জানালেন তৃণমূল প্রার্থী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। তবে বুথে কেন রাজ্য পুলিস? সাগরদিঘিতে ভোট দেখতে এসে প্রশ্ন বিজেপি প্রার্থী  দিলীপ সাহার। এদিন সকালে কুমর্থি প্রাইমারি স্কুলে, ২০৬ বুথে ভোট দেখতে যান দিলীপ সাহা। দিলীপ সাহার অভিযোগ, বুথে রয়েছে রাজ্য পুলিস। ২০০ মিটাররের মধ্যে থাকতে পারে না রাজ্য পুলিস। জানানো হয়েছে জেলা শাসককে। জানাবেন সেক্টারকেও।



আরও পড়ুন, TMC Leader Killed: কুয়োয় জল তুলতে গিয়ে আঁতকে উঠলেন গৃহবধূ, জলে ভাসছে স্থানীয় তৃণমূল নেতার মৃতদেহ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)