Deer Rescued: ঘিরে ধরেছিল কুকুরের দল, চালসায় উদ্ধার পূর্ণবয়স্ক সম্বর হরিণ
বন দফতরের কর্মীরা এসে জাল পেতে ধরে হরিণটিকে
নিজস্ব প্রতিবেদন: মালবাজারে লোকালয় থেকে উদ্ধার হল একট পূর্ণবয়স্ক সম্বর হরিণ। বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায় রেঞ্জ অফিসে।
কুকুরে তাড়া করছিল ওই সম্বর হরিণটিকে। ফলে সেটি জঙ্গলে ফিরতে পারছিল না। মঙ্গলবার সকালে সেটিকে স্থানীয় লোকজন দেখতে পান চালসার বড়দিঘি এলাকার এক চা বাগানে। খবর দেন দফতরকে।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট 'অতীত', পুরভোটে প্রার্থী হিরণ
বন দফতরের কর্মীরা এসে জাল পেতে ধরে হরিণটিকে। জানা যাচ্ছে ভোরের দিতে হরিণটি গরুমারা জঙ্গল থেকে কোনওভাবে চলে আসে বড়দিঘির চা বাগান এলাকায়। তার পর কুকুরের দল সেটিকে ঘিরে ধরে। বনদফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায় লাটাগুড়ির এনআইসি-তে। প্রথামিক চিকিত্সার পর সেটিকে ছেড়ে দেওয়া হবে গরুমারা জঙ্গলে।