দেবব্রত ঘোষ: দাবি মত টাকা না দেওয়ায় সাঁকরাইলে এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার অভিযোগ। স্বামী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর সুমিতা নস্করের বয়স ৩০ বছর। ওই গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটে সাঁকরাইলের রঘুদেব বাটি এলাকায়। 


সূত্রের খবর রঘুদেববাটির বাসিন্দা গোবিন্দ নস্করের সঙ্গে নলপুর বেটিয়ালির বাসিন্দা সুমিতা বাছারের বিয়ে হয় আট বছর আগে। গোবিন্দ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাদের একটি ছয় বছরের কন্যা সন্তান আছে। সুমিতার পরিবারের লোকেদের অভিযোগ বিয়ের মাস তিনেক পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাকে মারধর করতে থাকে।


আরও পড়ুন: Mamata Banerjee: 'আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না', বিজেপিকে নিশানা মমতার...


মাঝে মধ্যে তারা তাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিত বলেও অভিযোগ। পরে বাপের বাড়ির লোকজনের মধ্যস্থতায় সে আবার শশুরবাড়িতে ফিরে আসত। কিন্তু শনিবার সকালে সুমিতার বাপের বাড়ির লোকেদের কাছে খবর যায় তাদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।


পরিবারের লোকজন সকালে এসে দেখেন বাথরুমে দগ্ধ অবস্থায় পড়ে আছে সুমিতা। তাদের সন্দেহ হয় যে তাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন সুমিতার শ্বশুরবাড়ির লোকজন এমনই অভিযোগ করা হয়েছে তাঁদের তরফে।


আরও পড়ুন: Hooghly: চোর সন্দেহে পিটিয়ে খুন? মাঠে পাওয়া গেল প্রৌঢ়ের দেহ, গ্রেফতার ৩


মৃতার দাদার অভিযোগ তার শাশুড়ি, ভাসুর, জা এবং তার স্বামী বোনের মৃত্যুর জন্য দায়ী। টাকার জন্য বিয়ের পর তারা তার বোনের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত বলেও অভিযোগ করেছেন তিনি।


এই ঘটনায়  সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর থানায় মৃতের বাড়ির লোকজন স্বামী সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস গৃহবধূ খুনের মামলা শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


অভিযুক্ত চারজনের কঠোর শাস্তির দাবী জানিয়েছে মৃতার পরিবারের লোকজন। এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মৃত সুমিতার শাশুড়ি, স্বামী, ভাসুর এবং জা কে মানিকপুর থানার পুলিস গ্রেফতার করেছে। ঘটনাস্থলে সরেজমিনে  তদন্ত করতে আসেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)