প্রসেনজিৎ সর্দার: ফের বিস্ফোরক শওকত মোলা। এবার সন্দেশখালি প্রসঙ্গে কড়া আক্রমণ করলেন বিরধদের। এক প্রস্তুতি সভায় বিরোধীদের দিকে গুরুতর অভিযোগের আঙ্গুল তুলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেলন, ‘সন্দেশখালিতে প্রতিদিন কলকাতা থেকে পাঁচ হাজার, দশ হাজার, বিশ হাজার লোক ভাড়া করে আনছে বিরোধীরা। যে মেয়েটা ক্যামেরার সামনে ঘোমটা দিয়ে কথা বলছে, পরবর্তীকালে সেই মেয়েটা সিগারেট টানছে। সবটাই মিথ্যা  ঘটনা দেখাচ্ছে সারাদিন  টিভিতে’।


আরও পড়ুন: Jalpaiguri: সামনেই লোকসভা নির্বাচন! সাংবাদিক সম্মেলনে কাজের তালিকা প্রকাশ বিজেপি সাংসদের


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার শওকত মোল্লা মুখ খুললেন সন্দেশখালি নিয়ে। ভাঙরের সোনপুর এলাকায় একটি প্রস্তুতি সভা থেকে শওকত মোল্লা বলেন, তার পাশের বিধানসভা সন্দেশখালি। এপার আর ওপার। ‘আমার বিধানসভার গায়ে। সেখানে বিজেপি-সিপিএম এই গন্ডগোলগুলো পাকাচ্ছে’।


তিনি বলেন, ‘প্রতিদিন কলকাতা থেকে পাঁচ হাজার, দশ হাজার, কুড়ি হাজার লোক ভাড়া করে নিয়ে আসা হচ্ছে সন্দেশখালিতে। কেউ ঘোমটা দিয়ে কথা বলছে কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই মেয়েটা সিগারেট টানছে’।


তিনি আরও বলেন, ‘১২ বছর ধরে নাকি ওই এলাকায় অত্যাচার চলেছে। বলছে ধর্ষণ হয়েছে। তা কেউ একজন ছবি তুলে পাঠাতে পারেনি মোবাইলে। সবটাই মিথ্যে ঘটনা। সারাদিন টিভি খুললে শুধু সন্দেশখালি আর সন্দেশখালি। ৯০ শতাংশ ঘটনা মিথ্যা দেখানো হচ্ছে টিভিতে’।


আরও পড়ুন: Barrackpore: ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যানার বিতর্ক, অর্জুন সিংকে তোপ সোমনাথ শ্যামের


তাঁর দাবি, ‘সন্দেশখালিতে দুটো তিনটে জায়গায় একটু গন্ডগোল হচ্ছে। সেখানে এমন ভাব দেখাচ্ছে কেন্দ্র থেকে বিজেপি লোক পাঠাচ্ছে। কারণ তৃণমূলকে কালিমালিপ্ত করতে হবে। তৃণমূলকে জায়গা থেকে হটাতে হবে’।


শওকত মোল্লার দাবি, ‘I.N.D.I.A জোটকে ভয় পাচ্ছে বিজেপি। এখানে হয়তো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। কিন্তু তৃণমূলকে দুর্বল করতে হবে’।


প্রস্তুতি সভা থেকে এইভাবেই একের পর এক গুরুতর অভিযোগ করেন শওকত মোল্লা। ৩ মার্চ ভাঙরে বিজয়গঞ্জ মাঠে একটি সভা হবে। আর তার আগেই প্রস্তুতি সভায় মুখ খুললেন বিধায়ক।


পাশাপাশি তিনি দাবি করেন ২০ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। ইতিমধ্যেই তাঁর এই বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)