নিজস্ব প্রতিবেদন:  “জগন্নাথদেব ত্রাতা হয়েও এই সরকারকে বাঁচাতে পারবে না!”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিঘার সৈকতে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে বললেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।


 



পূর্ব মেদিনীপুরে দিঘা কনভেনশন সেন্টার উদ্বোধনে গিয়ে সেখানে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, “যতই দিঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি হোক না কেন, জগন্নাথদেব ত্রাতা হয়েও এই সরকারকে বাঁচাতে পারবে না।”


জেলা সফরে গিয়ে দিঘায় মুখ্যমন্ত্রীর চা বানিয়ে পরিবেশনের ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না সায়ন্তন বসু। তিনি বলেন,  “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে চা বানানোর দোকান দেবেন।” তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যন্ত্রিত্ব থেকে ওঁর চা বানানোর কাজটাকেই ভালো করে দেখছেন।


সারদা কাণ্ডে রাজ্যের প্রাক্তন মুখ্য় সচিব অত্রি ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের


অন্যদিকে, মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপিনেতা মুকুল রায়ও। তিনি বলেন, “ভণ্ডামি করে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবেন না। চিত্রনাট্য অনুসারে সাজানো মিথ্যা কর্মকাণ্ড আপনার মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না।”


প্রসঙ্গত, বুধবার দিঘা লাগোয়া দত্তপুর গ্রামে জনসংযোগে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর একটি চায়ের দোকানে ঢুকে চা তৈরি করেন তিনি। সেই চা তাঁর সফরসঙ্গীদের পরিবেশনও করেন মমতা। সেই ভিডিয়ো টুইট করেছেন মমতা। সঙ্গে লিখেছেন, 'কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুর।'