মত্সজীবীদের জালে উঠল সামুদ্রিক শূকর, ভিড় জমল মন্দারমনির সৈকতে
মৎস্যজীবীদের জালে গভীর সমুদ্রে ধরা পড়ল সামুদ্রিক শূকর।
নিজস্ব প্রতিবেদন : সামুদ্রিক শূকর। আগে কখনও শুনেছেন! মাছ, ডলফিন বা অন্য কোনও সামুদ্রিক প্রাণী হলেও না হয় কথা ছিল। তাই বলে সামুদ্রিক শূকর! মন্দারমনির কাছে সামুদ্রিক শূকর দেখার জন্য ভিড় জমে গেল। এমন আশ্চর্যজনক খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে।
মৎস্যজীবীদের জালে গভীর সমুদ্রে ধরা পড়ল সামুদ্রিক শূকর। মৎসজীবিদের একাংশ বলছেন, এটি সামুদ্রিক শুকর। আবার অনেক মৎসজীবিরা বলছেন এমন প্রানী এর আগে কখনও দেখেনি কেউ। প্রাণীটিকে উদ্ধারের পর হুলুস্থুল পড়ে গিয়েছে গোটা এলাকায়। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমনির কাছে নিউ জলধা সমুদ্র উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে মৎস্যজীবীদের মাছ ধরার জালে এই জীবিত সামুদ্রিক শূকর ধরা পড়েছে।
আরও পড়ুন- জেলে ছেলে, পেঁপের মধ্যে লুকিয়ে মাদক নিয়ে গেল মা
মৎস্যজীবীরা জীবিত ওই শূকরকে নিউ জলধা সমুদ্র উপকূলবর্তী এলাকায় তুলে নিয়ে এসেছে। এদিন এই শূকরকে দেখার জন্য স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় জমান। সামুদ্রিক শূকরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।