বন্যপ্রাণ রক্ষায় অনন্য নজির গড়লেন চা শ্রমিক
ডুয়ার্সে বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থানের অনন্য নজির গড়লেন এক চা শ্রমিক। অসুস্থ ময়ূরকে উদ্ধার করে তুলে দিলেন বনদফতরের হাতে।
নিজস্ব প্রতিবেদন: ডুয়ার্সে বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থানের অনন্য নজির গড়লেন এক চা শ্রমিক। অসুস্থ ময়ূরকে উদ্ধার করে তুলে দিলেন বনদফতরের হাতে।
ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণ ও সভ্যতার সংঘর্ষ নৈমিত্তিক ঘটনা। রোজই মুখোমুখি হয় মানুষ ও বন্য জন্তুরা। অসম লড়াইয়ে অধিকাংশ সময় হার হয় অবলাদের। তবে বুধবার সকালের কাহিনীটা ছিল অন্যরকম। জলপাইগুড়ির মাল মহকুমার সাইলি চা বাগানে অসুস্থ ময়ূরটিকে দেখতে পান চা শ্রমিক রমেশ মিনজ। অসুস্থতার জেরে পাখিটি ওড়ার ক্ষমতা হারিয়েছে বুঝে সেটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান রমেশবাবু। খবর দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনে। তাদের কাছ থেকে খবর পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যান মাল মহকুমার বনকর্মীরা।
আরও পড়ুন - মায়ানমার সফরে 'রোহিঙ্গা' নাম মুখেই আনলেন না পোপ ফ্রান্সিস
বনদফতরের তরফে জানানো হয়েছে, চিকিত্সায় সুস্থ হয়ে উঠলে ময়ূরটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।