রজত দে খুনের মামলায় আজ সাজা ঘোষণা, এজলাসে কান্না, বাইরে স্লোগান স্ত্রী অনিন্দিতার ফাঁসি
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও রয়েছেন। আদালত চত্বরে বিক্ষোভ দেখান অনেকে।
নিজস্ব প্রতিবেদন: রজত দে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত অনিন্দিতা দে পালের সাজা ঘোষণা আজ। বারাসত আদালত চত্বরে বুধবার সকাল থেকেই বিভিন্ন লোকের ভিড়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও রয়েছেন। আদালত চত্বরে বিক্ষোভ দেখান অনেকে।
পুরুষ অধিকার অভিযান সংগঠনে সদস্যরা রজত দে খুনের মামলায় মূল অভিযুক্ত স্ত্রী অনিন্দিতার ফাঁসি চেয়ে বারাসত আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদেরকে সমর্থক জানান রজতের বাবা সমীর দে।
২০১৮ সালের নভেম্বরে নিউটাউনের ফ্ল্যাটে খুন হন আইনজীবী রজত দে। পুলিসি তদন্তে ফাঁস ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ।
মামলাকে ভুল পথে পরিচালিত করার জন্য আদালতে তিরস্কারের মুখে পড়েন মামলার তদন্তকারী অফিসার। এদিকে সোমবার দোষী সাব্যস্ত পরেই কান্নায় ভেঙে পড়েন রজত দে-র স্ত্রী অনিন্দিতা।
২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয় । সরকারি হাসপাতলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়। বিধাননগর পুলিস তদন্ত শুরু করে। এমনকি ওই বছরেই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিস। বারাসত কোর্টে মামলা শুরু হয়। মামলার তদন্তে একাধিক রহস্য উঠে আসে। পুলিসের দাবি করে, তদন্তের সময় অনিন্দিতার বয়ানে অসঙ্গতি ছিল। পরে খুনের কথা কবুল করে।