নিজস্ব প্রতিবেদন: কেটে চামড়া-সহ ঝুলছিল বাঁ হাতের আঙুল। সেই আঙুল জোড়া লাগিয়ে দিয়ে তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিত্সকরা। একইসঙ্গে তাজ্জব ও খুশি রোগী দিলীপ পাল ও তাঁর  পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাতে মহিলাদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দেওয়ার হিড়িক, নয়া ফাঁদ বলছে লালবাজার


কালনার হাটগাছ গ্রামে পেঁয়াজের জমিতে সকালে জল দিতে গিয়ে পা ফসকে  পাম্পের ওপরে পড়ে যান দিলীপ পাল নামে এক কৃষক। কাটা যায় তাঁর বাঁ হাতের একটি আঙ্গুল। স্থানীয় কৃষকরা তাঁকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে দেন।


বাঁ  হাত থেকে একটি আঙ্গুল বাদ যাবে এমনটাই ভেবে নিয়েছিলেন দিলীপ ও তাঁর আত্মীয়রা। সময় নষ্ট না করেই চিকিৎসক জয়রাম হাঁসদা খুব দ্রুত রোগীকে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন শুরু করে দেন।  প্রায় দুই ঘন্টার চেষ্টায় চামড়ার সঙ্গে  ঝুলতে থাকা আঙ্গুল জোড়া লাগিয়ে দেন।



আরও পড়ুন-পুলিস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


অপারেশন থিয়েটারে তেমন  ভালো পরিকাঠামো না থাকলেও চিকিৎসকের প্রচেষ্টায় রুগীর কাটা আঙ্গুল জোড়া লেগে যাওয়ায় খুশি কালনার চিকিৎসক মহল। তবে এমন অসম্ভবকে সম্ভব কয়েকবার করেছেন এই হাসপাতালের  চিকিৎসকরা।


-ফাইল চিত্র