নিজস্ব প্রতিবেদন: ২০১৮-এর অক্টোবরে সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজ ভেঙে মৃত্যু হয় ২ যাত্রীর, আহত হন অন্তত ১৭ জন। এর পরই স্টেশনে নতুন ফুটব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই ফুটব্রিজ বসবে ২৮ জুলাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সাঁতরাগাছি স্টেশনে একটি ফুটব্রিজ বসানো হবে। সেই জন্য অন্তত ৩০টি লোকাল ট্রেন-সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে।


দক্ষিণ-পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বরিবার সকাল ১১টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত সাঁতরাগাছি স্টেশনের আপ ও মিডল লাইন দিয়ে কোনও ট্রেনই চলবে না। এই কাজের জন্য ওই দিন দক্ষিণ-পূর্ব রেলওয়ের ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ১১টি লোকাল ট্রেন আন্দুল স্টেশন থেকে খড়গপুর, মেদিনীপুর আর হলদিয়া স্টেশন পর্যন্ত চলবে।


আরও পড়ুন: কারগিল যুদ্ধে শহিদদের প্রতি চির ঋণী থাকবে দেশ, বিজয় দিবসে বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির


রবিবার ফুটব্রিজ বসানোর এই কাজের জন্য বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তিত হয়েছে বলে জানা গিয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেশ ট্রেন। এক নজরে দেখে নেওয়া যাক রবিবার বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের তালিকা...


১) ২৭ জুলাই: ১৮৬৪৬ হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস। ২৮ জুলাই: হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।


২) ২৭ জুলাই: ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। ২৮ জুলাই: ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস।


৩) ২৬ জুলাই: ১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস। ২৮ জুলাই: ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস।


৪) ১২৭৭৮ ও ১২২৭৭ পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।


৫) ১৮৬২৭ ও ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস।


৬) ১২৮১৪ ও ১২৮১৩ টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।


৭) ৫৮০১৫ ও ৫৮০১৬ হাওড়া-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার।