নিজস্ব প্রতিবেদন: শারিরীকভাবে অক্ষম স্বামীর সঙ্গে সংসার করতে চাননি। আর তাই আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১০ সালে জলপাইগুড়ি রায়পুর চা বাগানের গুদাম লাইনের বাসিন্দা বিনোদ চিকবরাইকের সঙ্গে বিয়ে হয় সুলেখা চিক বরাইকের। ২০১৩ সাল থেকে শুরু হয় শারীরিক ক্ষমতার সমস্যা। সামাজিক লজ্জা তো রয়েইছে, অর্থাভাবে চিকিত্সাও করাতে পারেননি বিনোদ। 


স্বামীর অক্ষমতার কারণে সংসার করতে চাননি স্ত্রী সুলেখা। প্রতিবন্ধী ছেলেকে বিষ খাওয়ানোর পর নিজেও আত্মঘাতী হন। বিনোদ জানিয়েছেন, রবিবার বিষ খেয়ে আত্মঙাতী হন স্ত্রী। তার আগে তিন বছরের ছেলেকও বিষ খাওয়ান তিনি। জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশুটির চিকিত্সা চলছে।  


জলপাইগুড়ি পাতকাটা জি পি প্রধান শ্রী প্রধান হেমব্রম জানান, অক্ষমতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। আগে জানলে চিকিত্সার ব্যবস্থা করা যেত। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা। 


আরও পড়ুন- লুকিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ ৩ যুবক