অঙ্ক ভুলের শাস্তি, গৃহশিক্ষকের মারে হাসপাতালে ছাত্র
নিজস্ব প্রতিবেদন: অঙ্ক ভুলের শাস্তি, গৃহশিক্ষকের মারে হাসপাতালে প্রথম শ্রেণির ছাত্র। ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের।
অভিযোগ, অঙ্ক ভুল করায় রেহান সর্দার নামে প্রথম শ্রেণির ওই ছাত্রকে তার গৃহশিক্ষক মুস্তাক আলি বেধড়ক মারধর করেন। দেওয়ালে মাথা ঠুকে দেওয়ায় শিশুটির কান থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপরেও তার চিকিৎসার ব্যবস্থা না করেই রেহানকে বাড়ি পাঠিয়ে দেন ওই শিক্ষক।
রেহানকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান বাবা-মা। ঘটনায় জয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে রেহানের পরিবার।
আরও পড়ুন- বিজেপি নেতার বাড়িতে হামলা, স্ত্রীকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে