ওয়েব ডেস্ক: সরকারের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সনের পদ ছেড়েই দিলেন শাঁওলি মিত্র। রবিবার এক বিবৃতি জারি করে একথা জানিয়েছেন শিল্পী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে বাংলা আকাদেমির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘোষণা করে শাঁওলি জানান, বাংলা আকাদেমির চেয়ারপার্সনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেওয়ার পর সরকারের তরফে একবার মাত্র যোগাযোগ করা হয়েছিল। তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি আর কোনও সরকারি আধিকারিক। সরকারের এই আচরণে ক্ষুব্ধ তিনি। তার জেরেই পদত্যাগের সিদ্ধান্ত। 


খ্রিস্টান মিশনারিদের কথায় চলেন সনিয়া - রাহুল, চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের


২০১২ সালে বাংলা আকাদেমির চেয়ারপার্সনের পদে বসেন শম্ভু মিত্রের কন্যা। শাঁওলির অভিযোগ, পদে থাকলেও কাজ করতে বাধা পাচ্ছিলেন তিনি। যার জেরে পদত্যাগের সিদ্ধান্ত। গত ডিসেম্বরে সরকারকে পদত্যাগপত্র পাঠান তিনি।  প্রায় দেড় বছর ধরে সমস্যা চলছিল বলে জানিয়েছেন তিনি।