নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়কে নিশানা করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, ''কুকুরও চাটবে না মুকুল রায়কে।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থানে 'লভ জিহাদে'র নামে মালদার শ্রমিক আফরাজুলকে হত্যার প্রতিবাদে রবিবার মিছিল করে দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। কামালগাজি মোড় থেকে সোনারপুর পর্যন্ত এই মিছিলে ছিলেন জেলার নেতানেত্রীরা। মিছিলের শেষে সভায় সদ্য বিজেপিতে যোগদানকারী মুকুল রায়কে চ্যালেঞ্জ ছুড়ে দেন যুব তৃণমূলের জেলা সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শালীনতার সীমা ছাড়িয়ে তিনি বলেন, ''মুকুল রায়কে তুলে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি বলছেন, ৭৭ হাজার বুথে বলছেন তাঁর কর্মী রয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা বুথে নির্বাচনে জিতে দেখান মুকুল রায়। কুকুরও চাটবে না তাঁকে।''    


আরও পড়ুন- আফরাজুল হত্যাকাণ্ড নিয়ে দিলীপকে পাল্টা ফিরহাদের


শওকত মোল্লার এহেন মন্তব্যের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ''আরাবুল, শওকতরা রাজনীতি করেন না। গায়ের জোরে লুঠপাট করেন।  তৃণমূলে তো এরাই সম্পদ। দল ভাঙিয়ে করে খাচ্ছে। এখন মুকুল রায়কে চ্যালেঞ্জ করছেন। ভবিষ্যতই বলে দেবে। নিজেদের অস্তিত্ব নিয়েই ওরা চিন্তিত।''