নিজস্ব প্রতিবেদন: আসানসোলের বরাকরে শুট আউট। গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম সহবাজ আলম, বয়স ২৬। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সহবাজ আলম পেশায় মোবাইল মিস্ত্রি ছিলেন। বরাকরের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয় যুবকের দেহ। গণেশ পুজো চলায় চারিদিকে সাউন্ড বক্স বাজছিল। বাইরের লোকজন তাই গুলির আওয়াজ টের পাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নির্মীয়মান আবাসনে প্রায়দিনই স্থানীয় কিছু যুবক হেরোইন জাতীয় নেশা করত। এই হত্যার ঘটনার সঙ্গে হেরোইন কারবার বা ওই জাতীয় নেশার সংযোগ রয়েছে বলে অনুমান। এদিন ঘটনাস্থলে যান দুর্গাপুর পুলিশ ওয়েস্ট অভিষেক মোদি। তিনি বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।


আরও পড়ুন: Weather Today: ঘূর্ণাবর্তের জের, আগামী কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগণায়


আরও পড়ুন: Post-Poll Violence Case: নদিয়ার BJP কর্মী খুনে ১৫ জনের নামে চার্জশিট CBI-এর


মৃতের বাবা সাব্বির আলম জানান, গত কয়েকদিন ধরে যুবক কোনও কাজ করছিল না। পরিবারের দাবি, অসৎ সঙ্গে ওঠাবসা করছিল যুবক। কে বা কারা সহবাজকে গুলি চালিয়ে হত্যা করল, তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকী, মাদক পাচারের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে।