নিজস্ব প্রতিবেদন: জীবনতলায় দুষ্কৃতী তাণ্ডব। গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হন মাজেদ আলি গাজী, মুসলিম আলি মোল্লা ও আলমগীর গাজি। গ্রামে অসামাজিক কাজ কর্মের চেষ্টায় বাধা দিতে গেলে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ওই দুষ্কৃতীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা  নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দাহারানী গ্রামে এই ঘটনা ঘটে।  গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনায় তিন যুবক গুলিবিদ্ধ হন, তাঁরা এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত।


আরও পড়ুন: রাজ্য-রেল বৈঠক, ৬০০ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন


তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের পায়ে, বুকে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের পরিবারের অভিযোগ, এদিন রাত ৮টা নাগাদ এলাকার তৃণমূল কর্মীরা খবর পায়, পেশায় রিকশা চালক কুতুবউদ্দিন শেখের বাড়িতে কিছু দুষ্কৃতি আশ্রয় নিয়েছে। সোমবার রাতে ওই দুষ্কৃতীর দল গ্রামে ঢুকে অসামাজিক কাজকর্ম করার চেষ্টা করছে। সেই খবর পেয়েই গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে এলাকায় যান তাঁরা।


আরও পড়ুন:অমিত শাহের সভায় পন্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ
 
 কিন্তু সেখানে কাউকে পাননি তাঁরা। গ্রামেই কুতুবউদ্দিনের মেছো ভেরি। তাঁর আলা ঘরে দুষ্কৃতীদের খুঁজতে যায় মাজিদ-আলমগীররা। অভিযোগ, আচমকা তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। এলাকাবাসীদের অভিযোগ, এতেই গুলিবিদ্ধ হন এই তিন তৃণমূল কর্মী। অপরদিকে, অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা করছে জীবনতলা থানার পুলিশ। কেন তাঁরা গত ৭ দিন ভ্যানচালক কুতুবউদ্দিনের বাড়িতে ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।