নিজস্ব প্রতিবেদন : উলুবেড়িয়ার পর এবার বীরভূম। ফের শুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নগ্ন ছবি দেখিয়ে টানা ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ পুরকর্মীর!


দুবরাজপুরের প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তাঁর ছেলে অর্ক। শুক্রবার রাতে স্টেডিয়ামের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় অর্ককে। বর্তমানে দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন অর্ক পাণ্ডে। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করছেন না তৃণমূল নেতা বাবা।


আরও পড়ুন, আত্মরক্ষার্থেই 'প্রাক্তন' স্বামীর গলায় ফাঁস! খড়দা খুনে পর্দা ফাঁস


পীযূষ পাণ্ডের দাবির প্রেক্ষিতে শুটআউটের ঘটনাকে ঘিরে  ধোঁয়াশা ছড়িয়েছে। তিনি দাবি করেছেন, শুধুমাত্র রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল অর্ককে। কোনও গুলি পাওয়া যায়নি শরীরে। প্রাক্তন পুর প্রধানের সুরেই সুর মিলিয়েছে পুলিস।


আরও পড়ুন, ভরসন্ধ্যায় শুটআউট উলুবেড়িয়ায়, নিহত অটোচালক


যদিও প্রাক্তন পুরপ্রধান ও পুলিসের দাবি নস্যাত্ হয়ে যাচ্ছে হাসপাতাল সুপারের কথা। তিনি স্পষ্ট জানিয়েছেন, গুলি শরীরে পাওয়া গিয়েছে। একটি নয় বরং দুটি গুলি পাওয়া গিয়েছে।