নিজস্ব প্রতিবেদন:  বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ সেরে ফিরছিলেন। সেইসময় বাইকের সামনে আচমকাই এসে পড়েন একজন। কোনওক্রমে এড়ানো যায় দুর্ঘটনা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের বচসায় গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোনারপুরের কাছে বাইপাসের ধারে। গুলিবিদ্ধ যুবক কৌশিক গায়েন এসএসকেএম-এ চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিষ্ণুপুর থানা এলাকার কোম্পানি পুকুরের বাসিন্দা কৌশিক গায়েন পেশায় আবগারি দফতরের চুক্তিভিত্তিক গাড়িচালক। বুধবার তিনি তাঁর এক বন্ধুকে বাইকের পিছনে বসিয়ে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন। ফেরার পথে বাইপাসে এক যুবক আচমকাই তাঁর বাইকের সামনে চলে আসেন। তা নিয়ে শুরু হয় বচসা।


নিজে হাতে কাচি চালাতেন সংবাদপত্রের পাতায়, অমিত শাহকে 'হিটলার' বললেন সেই সুব্রত


আক্রান্তের বন্ধুর বয়ান অনুযায়ী, ওই যুবকের সঙ্গে বচসা চলাকালীনই আরও বেশ কয়েকজন যুবক বাইকে করে চলে আসে সেখানে। তাদেরই মধ্যে একজন কৌশিককে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় কৌশিক মাটিতে পড়ে গেলে, বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।


কৌশিককে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।