নিজস্ব প্রতিবেদন : বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল রামকৃষ্ণের ১৮৩তম জন্মতিথি। সকাল থেকেই ভক্তের ঢল নামে বেলুড় মঠে। লাগোয়া মন্দিরে মহাধুমধামের সঙ্গে চলে পুজো পাঠ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সহজ কথায় লোকশিক্ষা। এই ছিল ঠাকুরের ভাবাদর্শ। তিনিই বলেছিলেন, যত মত তত পথ। আজও তাঁর কথা মেনে চলেন বহু লোক। দেশেবিদেশে অগুনতি ভক্ত তাঁর।
 
১৮৩৬ সালের হুগলির কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সাধক রামকৃষ্ণ। ছোটবেলায় তাঁর নাম ছিল গদাধর। তবে এলাকায় গদাই নামেই তিনি বেশি জনপ্রিয় ছিল। গদাইয়ের গলায় ছিল উদাত্ত সুর। পরে রামকৃষ্ণের কাঁধেই  দক্ষিণশ্বরের কালীমন্দিরের পুজোআচ্চার দায়িত্ব সঁপে দেন রানী রাসমণি।


তাঁর বহু ভক্তের মধ্যে থেকে উত্তর কলকাতার সিমলার নরেন্দ্রনাথ দত্তকেই সেরা শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন সাধক রামকৃষ্ণ। তাঁর কাছেই সন্ন্যাস নেন সিমলার নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণের দেওয়া বিবেকানন্দ নাম নিয়েই এরপর বিশ্ব জয় করেন বীর সন্ন্যাসী।


আরও পড়ুন, ভবানী পাঠকের মন্দিরে আগুনে নাশকতার তত্ত্ব, ফের মন্দির তৈরি হবে, ঘোষণা রাজ্যের


রামকৃষ্ণের জন্মতিথিতে সকাল থেকেই অগনিত ভক্তের ঢল বেলুড়মঠে। ভবতারিনীর পাদপদ্মে ফুল দিয়ে সকলেই ভক্তিভরে প্রণাম জানান রামকৃষ্ণকে। তাঁর জন্মতিথিতে মঠে আজ এলাহি ভোগের আয়োজন করা হয়।