নিজস্ব প্রতিবেদন: মালবাজার পুরসভার চেয়ারম্যানকে খুকরি নিয়ে তাড়া করায় ক্লোজ হলেন মালবাজার থানার এসআই টিডি ভুটিয়া। নোটবন্দি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মালবাজারে বিজেপির পথসভায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ জানাতে গেলে থানা চত্বর থেকে বিজেপির কর্মী-সমর্থকদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এরপর থানায় গেলে পুলিসকর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ বচসা চলাকালীন এসআই টিডি ভুটিয়া আলমারি থেকে খুকরি বের করে তাঁকে তাড়া করেন বলে অভিযোগ। পালিয়ে বাঁচেন স্বপন সাহা। তৃণমূল কর্মীরা থানা ঘেরাও করেন। দোষী পুলিস আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতে পথ অবরোধ করে তৃণমূল। ঘটনার জেরে থানা লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে  যায় বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে পৌছন তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ও পুলিস সুপার অমিতাভ মাইতি। টিডি ভুটিয়াকে ক্লোজ করার পরেই শান্ত হন তৃণমূল কর্মী-সমর্থকরা।


আরও পড়ুন, নাম না নিয়ে মুকুলকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়