Siliguri: বাড়িতে গাঁজার `ভান্ডার`, মাটির তলায় `থরে থরে` সাজান টাকার বান্ডিল! শ্বশুর-বউমা`র কীর্তিতে `থ` পুলিস
গাঁজার থেকেও টাকার পরিমান দেখে অবাক হয়েছেন পুলিস আধিকারিকরা। বিপুল অর্থের উৎসের খোঁজে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: শ্বশুর-বউমা'র বিরুদ্ধে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। উদ্ধার ৪৫ কেজি গাজা এবং ৩৪ লক্ষ টাকা। গ্রেফতার দুই অভিযুক্ত।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর যায় পুলিসের কাছে। তাঁরা জানতে পারেন, শ্বশুর-বউমা গাঁজার ব্যবসা চালাচ্ছে। সেই মতো শিলিগুড়ি পুলিস কমিশনারেটের মাটিগাড়া থানা অভিযানে যায়। সেই অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমান গাঁজা এবং টাকা। উদ্ধার হওয়া গাঁজার থেকেও টাকার পরিমান দেখে অবাক হয়েছেন পুলিস আধিকারিকরা।
মাটিগাড়া থানার অন্তর্গত সুকান্তপল্লি এলাকায় অভিযান চালিয়ে বাবলু মহম্মদ এবং ফতিমা বেগমকে গ্রেফতার করে পুলিস। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাজা উদ্ধার করে এবং বাড়ির মেঝের নীচে থেকে উদ্ধার হয় ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা।
এই ঘটনায় এসিপি মণীশ যাদব বলেন, "গাজা আসছিল কোচবিহার থেকে। তবে বিপুল অর্থের উৎস এখনও জানা যায়নি।" ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।