নিজস্ব প্রতিবেদন: স্কুল সার্ভিস কমিশনের 'ওয়েট লিস্ট' দুর্নীতি নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। এব্যাপারে উচ্চস্তরীয় তদন্ত দাবি করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন অশোকবাবু। তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া বন্ধ রাখারও অনুরোধ জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শুক্রবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন বাম সরকারের মন্ত্রী পরেশ অধিকারী। এর পরই রহস্যজনভাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েট লিস্টে শীর্ষে চলে আসে তাঁর কন্যা অঙ্কিতা অধিকারির নাম। ততদিন পর্যন্ত রাষ্ট্র বিজ্ঞানের ওয়েট লিস্টের শীর্ষে ছিলেন ববিতা বর্মন নামে এক মহিলা। এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে। বিরোধীদের অভিযোগ, পরেশবাবুকে দলবদলের ইনাম দিতে তাঁর মেয়েকে স্কুলে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। 



এদিন এই ঘটনার তদন্ত দাবি করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছেন অশোক ভট্টাচার্য। চিঠিতে এই ঘটনা সত্যি ঘটে থাকলে তা 'চূড়ান্ত দুর্নীতি' বলে উল্লেখ করেছেন তিনি। 


পঞ্চায়েতে বোর্ড গঠন রুখতে সিপিএম সদস্যকে শাড়ি খুলে মারধর তৃণমূলি দুষ্কৃতীদের


এই বিষয়ে এখনো পর্যন্ত শিক্ষা দফতর বা স্কুল সার্ভিস কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।