নিজস্ব প্রতিবেদন: অবশেষে পুলিসের তত্পরতায় জালে পড়ল কুখ্যাত অপরাধী মিঠুন গোয়ালা। উদ্ধার বিপুল গাঁজা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুরি ভুরি অপরাধের অভিযোগ রয়েছে মিঠুলের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র পাচার,ডাকাতি, ছিনতাই শুধু নয়,অবৈধ নেশার সামগ্রী বিক্রির অভিযোগও রয়েছে এই মিঠুন গোয়ালার বিরুদ্ধে।


আরও পড়ুন-Visva-Bharati: বিশ্বভারতী ছাত্র বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের


পুলিস সুত্রে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই পথ চলতি মানুষের মোবাইল,গলার হার ছিনিয়ে নিমেষে হাওয়া হয়ে যেত মিঠুন। শিলিগুড়ি বা জলপাইগুড়িই নয় অন্যান্য জেলার পুলিসও তার খোঁজে করছিল। দীর্ঘদিন ধরে পুলিসের রাত্রের ঘুম কেড়ে নিয়েছিল এই কুখ্যাত অপরাধী। অবশেষে জটিয়াকালি সংলগ্ন জিয়াগঞ্জ থেকে ৩২কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিস।


আরও পড়ুন-অনুদান তরজা! নির্বাচন বিধি লঙ্খনের অভিযোগে EC-র দ্বারস্থ BJP, 'হিন্দুত্ব' প্রশ্নে পাল্টা TMC


ফাটাপুকুর ইরানি বস্তির এই ৩২বছরের যুবক মিঠুন গোয়ালার নেশাই হল অপরাধ করা। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে ৩২ কিলো গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে  যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জিয়াগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাইক। তদন্তের স্বার্থে মিঠুনকে ৭ দিন রিমান্ডের আবেদন জানাবে পুলিস। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)